যৌন নিপীড়ন থেকে নিজেকে রক্ষা করার উপায় সমূহ


যৌন নিপীড়ন থেকে নিজেকে রক্ষা করার উপায় সমূহ নিচে দেয়া হল:

  • অযাচিতভাবে কেউ বেশি আপন ভাব দেখালে সাহায্য বা উপকার করতে আসলে ভেবেচিন্তে তা গ্রহণ করতে হবে।
  • কাউকে ভালো লাগলে চট করে তার সাথে ভাব জমানো উচিত নয়।
  • অচেনা কোন নারী বা পুরুষের সাথে একা চলাফেরা করা যাবে না।
  • কারো আচরণ বা কোন কিছু অস্বস্তিকর মনে হলে তার সামনে কখনো একা যাওয়া যাবেনা।
  • সমবয়সী বয়স্ক ঘনিষ্ঠ আত্মীয় বা প্রতিবেশীদের কাছ থেকে বিশেষ করে শারীরিক ঘনিষ্ঠতায় থেকে সাবধান থাকতে হবে।
  • একা একা চলাফেরা না করে যতদূর সম্ভব দলবেঁধে চলাফেরা করতে হবে।
  • কোন দ্বিধা বা প্রশ্ন সমস্যা দেখা দিলে বাবা মায়ের সাথে খোলাখুলি আলোচনা করতে হবে কেউ যৌন নিপীড়ন ধর্ষণ করলে বা কি অবস্থায় মুখোমুখি হলে চুপচাপ না থেকে অভিভাবককে জানাতে হবে।
  • পরিচিত বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন সবাইকে যৌন নিপীড়নকারী কথা জানিয়ে দিতে হবে যাতে সবাই তার কাছ থেকে সাবধান থাকে।
এ বয়সে অনেক মেয়েদেরই ধরনের সমস্যায় পড়তে হয়। এ ধরনের আচরণ হচ্ছে এক ধরনের যৌন নিপীড়ন। যেকোনো ধরনের আচরণ কথা বা শারীরিক ছোয়া-তা যারই হোক না কেন যদি অস্বস্তিকর মনে হয় তবে তাকে যৌন নিপীড়ন বলা যেতে পারে। যৌন নিপীড়ন যেকোনো জায়গায় যেমন -- রাস্তাঘাটে, বাসে, কর্ম ক্ষেত্রে, এমন বাসায়ও হতে পারে।

অনেক সময় নিকট আপনজন যৌন নিপীড়ন করতে পারে ছোট ছেলেরা এবং অল্প বয়সী মেয়েরা যৌন নিপীড়নের শিকার বেশি হয় যারা যৌন নিপীড়ন করে তারা অনেক সময় নানা ধরনের ভয় থাকায় যাতে এই ব্যাপারটা অন্য কারো কাছে না বলে তা জানাতে না পারে।

কিন্তু এক্ষেত্রে কোনো দ্বিধা বা সংশয় না করে অভিভাবক বা বড়রা যারা আছে তাদের সাথে কথা বলা যেতে পারে। তাদের জানানো উচিত এটা কোন মতেই চুপচাপ সহ করা উচিত নয় যৌন নিপীড়ন আইনত দণ্ডনীয় অপরাধ।

Post a Comment

0 Comments