স্ত্রী প্রজননতন্ত্র সম্পর্কে বিস্তারিত পড়ুন


স্ত্রী প্রজননতন্ত্ররে অনেক গুলো অংশ রয়েছে, এদের মধ্যে কয়েকটি অংশ বাইরে থেকে দেখা যায় এবং কিছু অংশ রয়েছে যা বাইরে থেকে দেখা যায় না। যেমন- মেয়েদের তলপেটে দুই পাশে দুইটি ডিমের থলি থাকে। এই ডিমের থলি দুটিকে ওভারি বলে। প্রতিটি মেয়ে যখন বড় হয় তখন প্রত্যেক মাসে এই ডিমের থলিতে একটি করে ডিম থাকে।

দুই উভারির মাঝখানে, তলপেটে একটি জরায়ু বা বাচ্চাদানি থাকে। এই জরায়ুতেই মাসিকের রক্ত জমা হয় এবং মায়ের পেটে শিশু বড় হয়। জরায়ুর উপর দিকে দুই পাশ থেকে দুটি নারী শুরু হয়ে ওভারি বা ডিমের থলির কাছে গিয়ে শেষ হয়। এ নারী দুটিকে ডিম্ববাহী নালি বলে। প্রতিমাসে যাখন এই ডিমের থলিতে একটি করে ডিম পরিপক্ব হয় তখন তা এই নালি দিয়ে জরায়ুতে আসে।

জরায়ুর নিচের দিকে মেয়েদের বাচ্চা হবার রাস্তা বা যোনিপথ আছে। এ যোনিপথ ওপরে জরায়ুর সাথে যুক্ত থাকে এবং নিচের দিকে ছোট্ট একটি ছিদ্র হয়ে বেরিয়ে আসে শেষ হয়েছে।
এই যোনিপথের অনেকগুলো কাজ রয়েছে, যেমন-
প্রতিমাসে মাসিকের রক্ত এই পথে বেরিয়ে আসে, এই পথেই যৌনমিলন হয়, এবং এই পথেই একটি শিশু ময়ের পেট থেকে বের হয়ে আসে।
মেয়েদের শরীরের নিচের দিকে যোনিপথের মুখ ছড়াও আরও দুটি ছিদ্র থাকে। যোনিপথের সামনের ছিদ্রটি মূত্রনালির মুখ, এর মাধ্যমে প্রস্রাব বেরিয়ে আসে। পছনের ছিদ্রটি পায়ুপথের মুখ, যার মাধ্যমে মল ত্যাগ করা হয়।

Post a Comment

0 Comments