অনেক সময় মেয়েদেরকে রাস্তাঘাটে বাসে বা অন্যান্য স্থানে ছেলেদের কাছ থেকে কিছু কিছু অস্বস্তিকর আচরণ, কথাবাত্রা, মন্তব্য কিংবা শারীরিক স্পর্শের সম্মুখীন হতে হয়, একে যৌন নিপীড়ন বলে। যৌন নিপীড়ন অনেকভাবেই হতে পারে।
নারী পুরুষ যে কেউ যেকোনো সময় যৌন নিপীড়নের শিকার হতে পারে। তবে শিশু কম বয়সী ছেলে বা মেয়ে কি অবস্থায় মুখোমুখি বেশি হয়। দেখা গেছে পরিচিত লোক, প্রতিবেশী, আত্মীয় স্বজনের, যৌন নিপীড়ন করে থাকে।সাধারণত যৌন নিপীড়ন কারীরা শিশু বা কম বয়সি মেয়েদের কে ভয় প্রলোভন বা হুমকি দেয় এ ধরণের ঘটনা কাউকে না বলার জন্য।
কিন্তু এরকম হলে চুপচাপ না থেকে বা ভয় না পেয়ে অভিভাবক বড় কাউকে বলা উচিত। এবং সেইসাথে সমবয়সী পরিচিতদের ও তার সম্বন্ধে বলে দেওয়া উচিত। যেন তারাও তার সম্বন্ধে সাবধান থাকতে পারে।
মনে রাখবে, যে যৌন নিপীড়ন করে সেই দোষী, যাকে করা হয় তার কোন দোষ নেই।যৌন নিপীড়ন থেকে রক্ষা পাওয়ার জন্য একা একা কারো সাথে মেলামেশা না করে বা বেড়াতে না গিয়ে সবাই মিলে যাওয়া উচিত এছাড়া যৌন নিপীড়ন করে এমন কারো সমন্ধে জানা থাকলে তা সে রকম সন্দেহ থাকলে তার সাথে একা গল্প করা বেড়াতে যাওয়া উচিত নয়।
অনেক অনেক সময় যৌন নিপীড়নের শিকার হয়ে অনেক মেয়ে বা ছেলে মানসিকভাবে কষ্ট পায়। আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন এবং স্বাভাবিক হতে পারে না। যদি কেউ এরকম ঘটনার শিকার হয় তবে অবস্থায় তাকে সান্তনা দিতে হবে। সমবেদনা জানাতে যেন সেই অবস্থায় দেখে নিজেকে সামলে নিতে পারে। সবসময় মনে রাখতে হবে যে যৌন নিপীড়ন করে সেই দোষী। তার সম্বন্ধে সবাইকে জানিয়ে দিতে হবে এবং নিজেদের সচেতন হয়ে চলতে হবে।
0 Comments