বাবা - মাকে বোঝতে হবে


বয়সন্ধিকাল ছেলেমেয়েদের উঠার সময়। এ সময় তারা নিজেদের চিন্তা ভাবনা ও ইচ্ছে অনুযায়ী কাজ করতে চায়। বাবা-মার আদেশ-উপদেশ প্রায় সময় ভালো লাগেনা। মনে করে বাবা-মা তাদের চিন্তাভাবনা ইচ্ছা বা অনুভূতি বুঝতে পারে না। অনেক সময় বাবা-মা তাদের সাথে একমত হন না বলে মন খারাপ হয়। তবে মনে রাখতে হবে, বাবা মা সবচেয়ে আপনজন এবং তারা সবসময় সন্তানের কল্যাণ কামনা করেন। তাই তাদের কথা বুঝতে চেষ্টা করতে হবে।

বাবা-মায়েরা বয়স্ক মানুষ এবং জীবন সম্পর্কে তাদের অনেক বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তারা ভালভাবেই জানেন, যে সমাজে কেবল ভালো জিনিস নয় - খারাপ জিনিস রয়েছে। সন্তানের বেড়ে ওঠার সময় বাবা-মার নির্দেশনা খুবই প্রয়োজন।
বাবা-মার পরামর্শ ও উপদেশ জীবনে প্রতিষ্ঠিত হতে, সঠিক পদ্ধতি এবং সুখী সুন্দর জীবন যাপন করতে সহায়তা করবে।
তাই এ সময়ে যদি নিজেদের সমস্যা নিয়ে বাবা-মায়ের সাথে খোলাখুলি আলাপ করতে হবে এবং তাদের পরামর্শ নিয়ে চলতে হবে। তাহলে সমস্যা অনেক কমে আসবে।

Post a Comment

0 Comments